ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

মাস্টারকার্ড এবং গ্লোরিয়া জিন’স এর আকর্ষণীয় ক্যাম্পেইন চালু


কালের সমাজ প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:১৭ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম মাস্টারকার্ড এবং গ্লোরিয়া জিন’স এর আকর্ষণীয় ক্যাম্পেইন চালু

মাস্টারকার্ড এবং গ্লোরিয়া জিন’স কফিস এক সঙ্গে ৪৫ দিনের একটি আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে, যা ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত।এই ক্যাম্পেইনে অংশ গ্রহণকারী শীর্ষ তিন বিজয়ী পাবেন দারুণ সব পুরস্কার।

প্রথম বিজয়ী জিতবেন ৩রাত, ৪দিনের ব্যাংকক কাপল ট্রিপ (এয়ার টিকেট ও হোটেল খরচসহ), দ্বিতীয় বিজয়ী পাবেন ২রাত, ৩দিনের কক্সবাজার কাপলট্রিপ (এয়ার টিকেট ও হোটেল খরচসহ), এবং তৃতীয় বিজয়ী পেয়ে যাবেন একটি স্মার্টওয়াচ।ক্যাম্পেইন চলাকালীন বাংলাদেশের যে কোনো গ্লোরিয়াজিন’স কফিস আউটলেটে মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে পেমেন্ট করে কার্ড হোল্ডাররা ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানটি গ্লোরিয়া জিন’স কফিস এর গুলশান-২ শাখায় অনুষ্ঠিত হয়।

এতে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উপস্থিত ছিলেন পার্টনার ব্যাংকসমূহ, গ্লোরিয়া জিন’স কফিস এবং মাস্টারকার্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
  
কালের সমাজ//এ.স//র.ন

Side banner
Side banner
Link copied!