ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

ভোলায় নিষেধাজ্ঞার প্রথম দিন ইলিশ ধরায় ৮ জেলের জরিমানা।


কালের সমাজ প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০২:০৮ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ভোলায় নিষেধাজ্ঞার প্রথম দিন ইলিশ ধরায় ৮ জেলের জরিমানা।

নিষেধাজ্ঞার প্রথমদিন ভোলার চরফ্যাশন উপজেলায় ইলিশ ধরার অপরাধে  আট জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে আট হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি মাছ।
রোববার (১৩ অক্টোবর) উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া  নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরার সময় আট জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিত।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজননের সময় বিবেচনা করে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্যবিভাগ, কোস্টগার্ড ও পুলিশ।

কালের সমাজ//ভো.লা//র.ন

Side banner
Side banner
Link copied!