ডেস্ক নিউজ: বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩ জন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১২ জানুয়ারি সংগঠনের তিনটি পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত ৩ নেতা হলেন, যথাক্রমে গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রাশিদুল ইসলাম রনি, রংপুর জেলা যুবদলের সহ-সভাপতি রাকিব হোসেন এবং নওগাঁ’র রাণী নগর উপজেলা’র একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক রেমা. ইমরান হোসেন।
দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সম্পর্ক না রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপি ও তার সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সারাদেশে চাঁদাবাজির অভিযোগ ওঠায় ‘হার্ড লাইনে’ গিয়েছে দলের হাইকমান্ড।
রাজনীতি সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে দেশের অন্যতম বৃহৎ এই দলটি ‘ক্লিন ইমেজ’ নিয়ে জনগনের কাছে নিজেদের উপস্থাপন করতে চায়।
তবে নেতাকর্মীদের বিরুদ্ধে গত ৬ মাসে চাঁদাবাজিসহ নানা অপকর্মের জন্য দলে নীতিনির্ধারকদেরকে, প্রতিপক্ষের কাছে বিব্রত হতে হচ্ছে। জামায়াত ইসলামির নেতারা প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীদের ‘দখল-বানিজ্য’ ও চাঁদাবাজি নিয়ে সরব হয়েছেন।
দলের ভাবমূর্তি ভাল রাখতে এসবের বিরুদ্ধে হার্ড-লাইনে যেতে ও কঠোর ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শক্ত নির্দেশনা রয়েছে।