ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে- আইএসপিআর


| গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১২:৪৫ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে- আইএসপিআর

 

বাংলাদেশ সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত ২০ জানুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধিদল ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে প্রতিনিধি দলটি পাকিস্তানের তিন বাহিনীর প্রধানদের পাশাপাশি অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বৈঠকে প্রতিনিধিরা উভয় দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণের দিক সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Side banner
Link copied!