ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

রমজানের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা


| গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৩:৫৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম রমজানের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা

 

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫:

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।

সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরসমূহ হলো : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। 
ফ্যাক্স নম্বরসমূহ : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

Side banner
Side banner
Link copied!