ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে যুক্তরাষ্ট্রে


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৩:১৬ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে যুক্তরাষ্ট্রে

 

ঢাকা, ১১ মার্চ, ২০২৫:

মাত্র এক বছরের ব্যবধানে চলতি জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানিতে চীন-ভিয়েতনামের চেয়ে দ্বিগুণের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ তথ্যের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ জানায়, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বাজারে ৭৯ কোটি ৯৭ লাখ ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। এক বছর আগের তুলনায় ৪৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৫৪ কোটি ৮০ লাখ ডলার।

একই সময়ে চীন ও ভিয়েতনাম মার্কিন বাজারে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি লাভ করেছে মাত্র ১৩ দশমিক ৭২ শতাংশ ও ১৯ দশমিক ৯০ শতাংশ।

আর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান মার্কিন বাজারে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি করেছে যথাক্রমে ৩৩ দশমিক ৬৪ শতাংশ ও ১৭ দশমিক ৫০ শতাংশ।

Side banner
Side banner
Link copied!