ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

রোহিঙ্গারা আগামী বছর মিয়ানমারের নিজ বাড়িতে গিয়ে ঈদ উদযাপন -প্রধান উপদেষ্টা


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১১:১০ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম রোহিঙ্গারা আগামী বছর মিয়ানমারের নিজ বাড়িতে গিয়ে ঈদ উদযাপন -প্রধান উপদেষ্টা
শুক্রবার রোহিঙ্গাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেস। ছবি : বাসস

 

কক্সবাজার, ১৪ মার্চ, ২০২৫:

রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আজ শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিয়ে এ কথা বলেন। এই ইফতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।

Side banner
Side banner
Link copied!