বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আবারো কালো মেঘ দেখতে পাচ্ছি। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবারো কোন কোন রাজনৈতিক নেতার ওপর ভর করছে। যে কারণে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুর দিচ্ছেন ওইসব রাজনৈতিক নেতারা’।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বতীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তখনই নতুনরূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে।’
তিনি আরও বলেন, আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদরা আমাদেরকে দেখিয়ে গেছে জীবন দিয়ে হলেও এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কুরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রতিটি স্তরে আল কুরআনের বিধান কায়েমের জন্য তিনি মাহে রমযানের শিক্ষা কাজে লাগিয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জামায়াতে ইসলাম খুলনা জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন না থাকলে ব্যক্তি জীবনে আল্লাহর আইন মানা সম্ভব নয়। এ জন্য আগামী দিনের রাষ্ট্র কাঠামো হোক ইসলামের, পবিত্র কুরআনের এমন প্রত্যাশাও করেন তিনি।
এর আগে সর্বশেষ ২০১৩ সালে নগরীর শিববাড়ি মোড়স্থ হোটেল স্কাইভিউতে খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ এক যুগ পর এবার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে রোববার জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে খুলনাবাসীর এক মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন ফ্যাসিবাদ আন্দোলনের পর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এমন একটি পরিবেশ সৃষ্টি হওয়ায় সবাই মহান রবের কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।