ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলো ডিএসসিসি 


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০১:০৮ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে  বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলো ডিএসসিসি 
যাত্রাবাড়ী-সfইনবোর্ড বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে পরিচ্ছন্ন কর্মীরা ডিএসসিসি 

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আজ শনিবার (১৯ এপ্রিল) যাত্রাবাড়ী হতে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে এবং যাত্রাবাড়ী হতে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটির  প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ছয়শত (৬০০) পরিচ্ছন্ন কর্মী এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। 

 

সকাল ৬ টায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে যাত্রাবাড়ী হতে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১০ কি. মি. এবং যাত্রাবাড়ী হতে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত   মহাসড়কে ও আইল্যান্ডে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণ করা হয়েছে।

পরিচ্ছন্নতা প্রোগ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া বলেন মহাসড়কে ও মহাসড়কের আইল্যান্ডে দীর্ঘদিন ময়লা জমে থাকায় বায়ুদূষণসহ পরিবেশের বিভিন্ন ক্ষতি হচ্ছিল। মহাসড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন হওয়ায় এখানে সিটি কর্পোরেশনের  নিয়মিত পরিচ্ছন্ন কর্মী নিয়োগের সুযোগ নেই।

 

তিনি বলেন, পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় আজকের এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ঢাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সাইনবোর্ড এলাকা পর্যন্ত মহাসড়কের ময়লা পরিস্কারের ফলে এই মহাসড়ক ব্যবহারকারীগণ যেমন স্বাস্থ্যগত ঝুঁকি থেকে রক্ষা পাবেন, ঠিক তেমনি পরিবেশ দূষণ রোধ সম্ভব হবে। 

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি এখন হতেই ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিস্কার চলমান রয়েছে।

 

এছাড়া, আগামী ২৩ তারিখ হতে দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল-ড্রেন উদ্ধার ও পরিস্কারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু মৌসুম মোকাবেলার জন্য মশক কর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা শুরু হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে নিয়মিত ভাবে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসক নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।


পরিচ্ছন্নতা অভিযানে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। 

গণযোগ/এমএইচ


 

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Side banner
Link copied!