ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

গনতন্ত্রের কথা বলা হলেই গুম খুন করেছে আওয়ামী লীগ-নাসীরুদ্দীন পাটোয়ারী


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১১:২৮ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম গনতন্ত্রের কথা বলা হলেই  গুম খুন করেছে আওয়ামী লীগ-নাসীরুদ্দীন পাটোয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সংগৃহীত ছবি

 

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫:

দেশে গত ১৫ বছরে গণতন্ত্রের কথা বলতে গেলে পতিত আওয়ামী লীগ সরকার গুম-খুন করতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, গত ১৫ বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি, তখন আমাদেরকে গুম-খুন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার নয়, দেশছাড়াও করা হয়েছিল অনেককে। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই খুনি হাসিনার সামনে ইস্পাত কঠিন মূর্তির মতো দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল, পক্ষ ও গোষ্ঠী; বাংলাদেশের সেই ৪৭ সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল, তারা তাদের সেই পতাকাটা মানুষের সামনে উড্ডীন করে রাখে। কিন্তু গত নির্বাচনের পর মানুষ যখন আশাহত হয়েছিল, তখন ছাত্ররা শেষ আশার প্রতীক হিসেবে জনগণের সামনে উদীত হয়।

 

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যেসব রাজনীতিক, দল, পক্ষ, গোষ্ঠী গত ১৫ বছরে নির্যাতনের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, গণগ্রেফতারের শিকার হয়েছেন, দেশছাড়া হয়েছেন, জীবনের আর্থিক মূল্য খুইয়েছেন, আমরা আজ এ মঞ্চ থেকে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।

 

সারাদেশ থেকে এতে যোগ দেয়া মানুষজনকে স্যালুট জানিয়ে তিনি বলেন, আপনাদের এ কষ্টকে আমরা স্যালুট করি। আপনাদেরকে আমরা কোনো টাকা-পয়সা দিয়ে আনিনি। আপনাদেরকে কোনো লোভ দেখিয়ে এ জনসভায় উপস্থিত করিনি। কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম, সেটি হলো- একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। এই জাগরণে আজ আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন, যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র-জনতা ঐতিহাসিক ৫ আগস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। আজ আমরা ঐতিহাসিক একটি সময় একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার জন্য উপনীত হয়েছি।

 

নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, গত ৫৩ বছরে যে রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আর কাজ করছে না। এমন অবস্থায় ছাত্র-তরুণদের একটি রাজনৈতিক দল অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। শহীদ পরিবার, আন্দোলনে আহত, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কূটনীতিকদের উপস্থিতিতে আমরা একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি।

 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিকে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। 

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Side banner
Link copied!