০৩ মার্চ ২০২৫:
নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক’ তত্ত্ব নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার রাজধানীর ইস্কাটনে এক ইফতার মাহফিলে তিনি বলেন, “নতুন একটি স্লোগান দেখছি, সমালোচনা করব না, তবে সবাইকে সতর্ক থাকতে বলব।”
তিনি জানান, সংবাদপত্রে প্রকাশিত ‘দ্বিতীয় স্বাধীনতা’ ও ‘সেকেন্ড রিপাবলিক’ বিষয়গুলো তিনি এখনো ঠিকভাবে বুঝতে পারেননি।
“একটি বিশেষ উছিলাকে কেন্দ্র করে জাতির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। এই বিভেদই বিদেশি শক্তিকে হস্তক্ষেপের সুযোগ দেবে,” বলেন মির্জা আব্বাস।
বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফার্মগেইট ইসলামিয়া মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার কয়েকশ শিশু এতে অংশ নেয়।
তিনি বলেন, “একটি শ্রেণি বিভেদ উসকে দিচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।”
ইফতারে ওলামা-মাশায়েখদের মধ্যে ছিলেন সুবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা ওয়ালী উল্লাহ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা ও মিরেশ্বরাই দরবার শরীফের পীর মাওলানা আব্দুল মোমেন নাছেরী।
বিএনপি নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল ইসলাম জামাল, আব্দুল বারী ড্যানি, কাজী মো. সেলিম রেজা ও কাজী মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।