ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের আলোচনা


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৯:৪৮ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের আলোচনা
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে খেলাফত মজলিস। সংস্কার বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে দলটির সাথে আলোচনা হয়।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর সংসদ ভবনস্থ এল ডি হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

 

খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির মহাসচিব জালাল আহমেদ এবং যুগ্ন মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।

আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সংস্কার কমিশনগুলো গঠনের উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত এবং দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। আর যেন কোনও অবস্থাতেই ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে, পাশাপাশি জনগণ যেন অনুধাবন করতে পারে যে নাগরিক হিসেবে তার সব অধিকার সুরক্ষিত আছে।’

তিনি আরও বলেন, ‘আর যেন কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, মানুষ তার জীবনাচরণের ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে।’

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!