ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

১২টি মামলার আসামী এমপি কাজী মনু গ্রেপ্তার


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৬:৫৮ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ১২টি মামলার আসামী  এমপি কাজী মনু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশান থেকে বেলা দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ  এ তথ্য জানায়।  

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার মনিরুল ইসলামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা সাতটি মামলা রয়েছে।

 

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। ২০২০ সালের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম। একাদশ সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য ওই আসনে উপনির্বাচন হয়েছিল।

তা ছাড়া ২০১৬ সাল থেকে তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!