ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

সংস্কার নিয়ে কোনো কোনো মহল জলঘোলা করতে চাইছে : আমীর খসরু


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ১১:০২ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম সংস্কার নিয়ে কোনো কোনো মহল জলঘোলা করতে চাইছে : আমীর খসরু
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ‘বিএনপি সংস্কার চায় না- এমন মন্তব্য করে কোনো কোনো মহল জলঘোলা করতে চাইছে। বিএনপিসহ সব দল সংস্কার ইস্যুতে মতামত দিয়ে দিয়েছে। যেগুলোতে সবাই একমত হয়েছে, সেগুলো জাতির সামনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রকাশ করা উচিত।

 

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

 
 বিএনপির এই নেতা আরও বলেন, ‘সবার মতামতের প্রতিবেদন একমাসের মধ্যে দেয়া উচিত। এরপরই যেন সবাই জুলাই সনদে স্বাক্ষর করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।’
 
আমীর খসরু মনে করেন, জুনের মধ্যে জুলাই সনদ হয়ে গেলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। এর আগেই নির্বাচন দেয়া সম্ভব।

গণযোগ/এমএইচ
 

Side banner
Side banner
Link copied!