ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

‘ফ্যাসিবাদী’ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া


কালের সমাজ প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৩:৫৬ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ‘ফ্যাসিবাদী’ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

ইসরায়েলকে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী আখ্যা দিয়ে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকান দেশ নিকারাগুয়া। খবর রয়টার্স

স্থানীয় সময় গতকাল শুক্রবার (১১ অক্টোবর) নিকারাগুয়ার কংগ্রেসে এ–সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়া সরকার বলছে, ফিলিস্তিনি সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এজন্য তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। এছাড়া নির্বিচার হামলা এখন শুধু ফিলিস্তিনের গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে। ইয়েমেন, সিরিয়া ও ইরানে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে।

এদিকে ইরানের সঙ্গে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর বর্ষপূর্তির পরপরই দেশটির সঙ্গে নিকারাগুয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানা গেল।

 
কালের সমাজ/আ.য.

Side banner

প্রবাস বিভাগের আরো খবর

Side banner
Link copied!