ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

রংপুরে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১২:২৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম রংপুরে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে

 

গণযোগ ডেস্ক: ‘জ্ঞান বিজ্ঞানে করব জয় সেবা হবে বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

গত সোমবার ও মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

 

বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব শিক্ষার্থী, ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত অন্তত ৩০ টি প্রযুক্তি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্টল প্রদর্শন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুস্তাফিজুর রহমান রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

Side banner
Side banner
Link copied!