ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

মার্কিন মুল্লুকে বন্ধ হলো টিকটক


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১১:১৮ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম মার্কিন মুল্লুকে  বন্ধ হলো টিকটক

 

গণযোগ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপের কার্যক্রম বন্ধ করা হয়েছে। দেশটিতে এখন অ্যাপল ও গুগল প্লে স্টোরেও অ্যাপটি পাওয়া যাচ্ছে না।

রোববার (১৯ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগে অ্যাপটি কাজ করা বন্ধ করে দিয়েছে। মার্কিন ইউজাররা আর টিকটকে ঢুকতে পারছেন না। তারা অ্যাপটিতে প্রবেশ করতে চাইলে দেখানো হচ্ছে যে, টিকটকে একটি নিষেধাজ্ঞা চালু হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন না।

 

মার্কিন গ্রাহকরা প্রবেশ করতে পারছেন না টিকটপ অ্যাপটিতে। তবে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি দায়িত্ব নেয়ার পর টিকটক পুনরায় চালুর বিষয়ে আমাদের সঙ্গে কাজ করবেন।

 

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) অ্যাপ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা।

 

 

Side banner
Side banner
Link copied!