স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সংঘটিত সকল সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, স্বাধীনতার পর থেকে একটি দল সংখ্যালঘু বলে ফায়দা লুটে নিয়েছে। তারাই তাদের ক্ষতি করেছে, সম্পদ লুটে নিয়েছে, বাড়ি ঘর দখল করেছে, নির্যাতন করেছে। তারা এসব করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়ে দিতে চেয়েছে। ইসলামপন্থীরা এসব করে না, অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করে না, অন্যকে নির্যাতন করে না।
আমরা জাতিসংঘের কাছে দাবি জানাচ্ছি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে তার সকল ঘটনার তদন্ত করে অপরাধীদের বিচার করা হোক।
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা স্কুল বড় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত এসব কথা বলেন।
সম্মেলনে একজন হিন্দু ধর্মীয় নেতা যতীস চন্দ্র রায়, উপস্থিত হয়ে জামায়াত-শিবিরের আচার ব্যবহার ও শৃঙ্খলার প্রশংসা করে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ছোট একটি দেশ। ছোট এই বাংলাদেশে ১৮ কোটি মানুষ। কিন্তু জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারিনি। তাদের হাতকে কর্মের হাতে পরিণত করতে পারলে দেশের চেহারা পাল্টে যেত।
জামায়াতের ১১ জন কেন্দ্রীয় নেতাকে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, খুন, লুন্ঠন ও নির্যাতনের সাড়ে ১৫ বছর পর মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে। এই সাড়ে ১৫ বছরে অনেকে জীবন দিয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকের বাড়ি ঘর ভেঙ্গে দেয়া হয়েছে। জামায়াতে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। নেতাকর্মীদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।
‘কুরআনের পাখি, আল্লামা সাঈদীকেও মৃত্যুর দিকে ঠেলে দেয়া হলো। তার জানাযায় যেন মানুষ না আসতে পারে এ জন্য সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা করার পরও বৃষ্টির মধ্যে মানুষ জানাযায় অংশ নিয়ে তাকে বিদায় দিয়েছে।
জামায়াত আমীর বলেন, “বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর” স্লোগান দিয়ে ছাত্ররা রাস্তায় নেমেছিল। তারা বুক পেতে অস্ত্রের মুখে দাঁড়িয়েছিল। এক মন্ত্রীকে পুলিশ বলেছিল, একটি গুলি করি একজন মরে আর চারজন দাঁড়িয়ে যায়। এমন জাতি তৈরী হওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও যাতে জাতির জন্য এমন ছেলেরা দাঁড়িয়ে যায় সে আহবান তিনি জানান।
তিনি আরও বলেন, কারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। ৫ আগস্টের বিপ্লবের পর চারদিন দেশে কোন সরকার ছিল না। ইসলামপন্থীরা চারদিন সারা দেশে পাহারা দিয়েছে। দুর্ঘাপূজায় গন্ডগোল করতে চেয়েছিল। আমরা জামায়াতের পক্ষ থেকে তাদের পূজায় পাহারা দিয়েছি। আমরা চাই না কোন ধর্মীয় উপাসনালয়ে পাহারা দেয়া লাগুক। মসজিদে পাহারা দেয়া না লাগলে মন্দিরেও যাতে পাহারা দিতে না হয় এমন নিরাপত্তা বলয় গড়ে তুলতে চাই।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর তাদের বিজয় বলে দাবি করেছে। সেখানে তিনি একটিবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। তার কথার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেনি। প্রতিবেশী দেশ প্রতিবেশীর মতো থাকুক। কিন্তু তারা মাঝে মাঝে বর্ডার ক্রস করে বাংলাদেশের তরকারিতে লবন দিতে আসে। আমরা আমাদের তরকারিতে আমরাই লবন দিব।
তিনি বলেন, তরুণ প্রজন্ম বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। ছাত্রদের সার্টিফিকেট দেয়া হয় কিন্তু চাকরি দেয়া হয় না। ছোট একটি দাবির জন্য রাস্তায় নেমেছিল কিন্তু তাদের দাবি পূরণ না করে গুলি চালিয়ে হত্যা করা হলো। অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, চোখ হারিয়ে কাতরাচ্ছে। তাদের এক অধিকারের সাথে সকল অধিকার এক হয়ে মানুষের মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে।
আমীরে জামায়াত বিগত তিনটি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন,
১৪ সালের নির্বাচনে তারা ১৫৪টি আসন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিয়েছিল। আর ১৮ সালে রাতের বেলায় নির্বাচন হয়েছে এবং ২৪ এর ভোট হয়েছে আমি আর ডামি মিলে। এ সরকার ছিল ডামি সরকার। এ জন্য সামান্য স্রোতে চলে গেছে। তারা আবার হুমকি-ধমকি দিচ্ছে। তারা আত্মস্বীকৃত খুনি। এখনো তারা খুনের হুমকি দিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, এ চ্যাপ্টার ক্লোজড।
শ্রীলংকার সরকারও পালিয়ে গিয়ে আর ফিরে আসেনি। দেশের পতিত সরকারও আর আসবে না। মানুষকে বোকা ভাববেন না। দেশটাকে এখন গড়তে হবে। আমরা চাই সবাই মিলে দেশ গড়তে। তবে যারা লুন্ঠন করে বিদেশে টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, ঠাকুরগাও জেলা গুরুত্বপূর্ণ জেলা। এখানে মেডিকেল কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই। অন্তর্বর্তী সরকারকে বলবো, এ জেলার দিকে নজর দিন। অন্তত একটি মেডিকেল কলেজ দিয়ে শুরু করুন। আমরা চাই সকল জেলায় সমান উন্নয়ন হবে।
জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,
বিগত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি, অধিকার পায়নি। যারাই কথা বলেছেন, তাদের গুম করা হয়েছে অথবা কারাগারে আটক রাখা হয়েছে। বাংলাদেশের মানুষ অনেক আন্দোলন করেছে কিন্তু কোন আন্দোলন সফল হতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রতিবেশী দেশে গিয়ে পালিয়েছেন। আল্লামা সাঈদীর ভবিষ্যত বাণী সত্যে পরিণত হয়েছে।
তিনি বলেন, পৃথিবীতে যারা পালিয়ে গেছে তারা কেউ ফিরতে পারেনি। আওয়ামী লীগও ফিরতে পারবে না। বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেয়া হবে না।
মাওলানা আব্দুল হালিম বলেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে নিরঞ্জন বাবুসহ ৬ জন নিহত হয়েছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার জন্য দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বন্ধু সংগঠনের এক নেতা ঐক্য বিনষ্ট করার মতো কথা বলছেন। তিনি বলছেন, জামায়াত ব্যাংক দখল করেছে। দেশবাসী জানে, জামায়াত ব্যাংক দখল করেনি। জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দখলদার এস আলম গ্রুপ পালিয়ে গেছে। ভারতীয় দালালের মতো কেউ কেউ বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্যের মাধ্যমে বিভেদ না ছড়ানোর জন্য তিনি সংম্লিষ্টদের প্রতি আহবান জানান।
অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মুখে হাসিনা পালিয়ে গেছে। সজাগ থাকতে হবে, আবার যাতে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরী না হয়। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
অধ্যাপক মাহবুুবুর রহমান বেলাল বলেন, এমন কোন অপকর্ম নেই আওয়ামী লীগ ও হাসিনা করে নাই। গুম, হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশকে যারা অশাস্তিতে পরিণত করেছিল তাদের সবার বিচার করতে হবে। এদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা করছেন তারা জাতীয় গাদ্দারে পরিণত হবেন। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের দাবি জানান।
মাওলানা আব্দুল হাকিম বলেন, আওয়ামী লীগ আমার বিরুদ্ধে ৩৫টি মামলা দিয়েছে। স্বাধীনতার সময় আমি দশ বছরের শিশু হওয়া সত্ত্বেও যুদ্ধাপরাধীর অভিযোগ এনে পুলিশ প্রশাসন দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। এভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের নির্যাতন করেছে কিন্তু ইসলামী আন্দোলনকে দমাতে পারেনি। জালিম আওয়ামী লীগ আমার মাথা থেকে পা পর্যন্ত নির্যাতন চালিয়ে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। তাদের চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করেছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ঠাকুরগাঁওকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তির জেলায় পরিণত করবো।
হিন্দু ধর্মীয় নেতা যতীস চন্দ্র রায় বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আচার আচরণ ভালো। তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে আমি সমাবেশে বক্তব্য দিতে এসেছি। বিভিন্ন ধর্মের লোকজন বিভিন্ন নামে সৃষ্টিকর্তাকে স্মরণ করে। আমি কোন দল করি না। জামায়াতের সততা, ভদ্রতা ও নম্রতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমরা জামায়াতের মাধ্যমে সরকার গঠনের চেষ্টা করবো। কারণ তারা দুনীতি করে না, ঘুষ খায় না এবং অন্যায় করে না।
সভাপতির বক্তব্যে অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সম্মেলন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। সেই সাথে আগামীর নতুন বাংলাদেশ গড়তে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।