ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে ৮১ রানে হারিয়েছে পাকিস্তান


| গণযোগ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ১১:৫৭ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে ৮১ রানে হারিয়েছে পাকিস্তান

রানে ফিরেছেন বাবর আজম

৪৭ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি

 

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচও জিতে নিয়ে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে ৮১ রানে হারিয়েছে তারা। এই ম্যাচ দিয়ে রানে ফিরেছেন বাবর আজম। ২২ ইনিংস পর পেলেন ফিফটির দেখা।  

৩৩০ রানের লক্ষ্য পাওয়া প্রোটিয়াদের হয়ে লড়াই করেন কেবল হাইনরিখ ক্লাসেন।  শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন  ৯৭ রানের দারুণ এক ইনিংস। ১৩১.০৮ স্ট্রাইকরেটের ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কা ও ৮ চারে। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৮ রানে।  পাকিস্তানের হয়ে ৪৭ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতানোর অপেক্ষায় থাকা শাহীন শাহ আফ্রিদি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেটের দারুণ এক জুটিতে বড় স্কোরের ভিত পায় পাকিস্তান। ১১৫ রানের জুটি গড়ে সেই এনে দেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর। ৭ চারে বাবর ৭৩ রানে আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রিজওয়ানও। ৭ চার ও ৩ ছক্কায় ৮০ রানে বিদায় নেন পাকিস্তানের অধিনায়ক।  

শেষদিকে ১৯৬.৮৭ স্ট্রাইকরেটে ৬৩ রানের টর্নেডো ইনিংসে বড় স্কোর এনে দেন কামরান গুলাম। ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৪ চারে। এমন ইনিংসের জন্য ম্যাচসেরার স্বীকৃতিও জুটে তার কপালে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অভিষিক্ত পেসার কিয়েনা মাফাকা। সিরিজের শেষ ওয়ানডে আগামী ২২ ডিসেম্বর জোহানেসবার্গে।

Side banner

খেলাধুলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!