লিভারপুলের জার্সিতে এটাই যদি শেষ পর্যন্ত মোহাম্মদ সালাহর শেষ মৌসুম হয় তবে দুর্দান্ত এক রেকর্ড নিয়েই তিনি বিদায় নিবেন।
গত পরশু প্রিমিয়ার লিগে মিশরীয় এই ফরোয়ার্ড টনেটহ্যামের বিপক্ষে ৬-৩ ব্যবধানের জয়ের ম্যাচটিতে দুই গোল করা ছাড়াও একটি গোলে এ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে বড়দিনের আগে গোল ও এ্যাসিস্টের দিক থেকে দুই অঙ্কের কোটা স্পর্শ করেছেন সালাহ।
এ সম্পর্কে সালাহ বলেন, ‘সত্যি বলতে কি ম্যাচের শুরুতে আমি বিষয়টি নিয়ে ভাবিনি। কিন্তু এটা এমন একটি অনুভূতি যা আমাকে খুশী ও গর্বিত করেছে। আমি শুধুমাত্র কঠোর পরিশ্রম করতে চাই।’
এবারের মৌসুমে সালাহ এ পর্যন্ত লিগে ১৫ গোল করেছেন। ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড করেছেন ১৩ গোল।
এর আগে তিনবার প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয় করেছেন সালাহ। ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০২১-২২ মৌসুমে তিনি এই কৃতিত্ব দেখিয়েছিলেন।
চলমান মৌসুমের পরেই সালাহর সাথে লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। বিষয়টির কোন আপডেট আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ‘না’ বলেছেন সালাহ।