ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড সালাহর


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০১:১০ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম প্রিমিয়ার লিগে  নতুন রেকর্ড সালাহর

লিভারপুলের জার্সিতে এটাই যদি শেষ পর্যন্ত মোহাম্মদ সালাহর শেষ মৌসুম হয় তবে দুর্দান্ত এক রেকর্ড নিয়েই তিনি বিদায় নিবেন।

গত পরশু প্রিমিয়ার লিগে মিশরীয় এই ফরোয়ার্ড টনেটহ্যামের বিপক্ষে ৬-৩ ব্যবধানের জয়ের ম্যাচটিতে দুই গোল করা ছাড়াও একটি গোলে এ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে বড়দিনের আগে গোল ও এ্যাসিস্টের দিক থেকে দুই অঙ্কের কোটা স্পর্শ করেছেন সালাহ।

এ সম্পর্কে সালাহ বলেন, ‘সত্যি বলতে কি ম্যাচের শুরুতে আমি বিষয়টি নিয়ে ভাবিনি। কিন্তু এটা এমন একটি অনুভূতি যা আমাকে খুশী ও গর্বিত করেছে। আমি শুধুমাত্র কঠোর পরিশ্রম করতে চাই।’

এবারের মৌসুমে সালাহ এ পর্যন্ত লিগে ১৫ গোল করেছেন। ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড করেছেন ১৩ গোল।

এর আগে তিনবার প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয় করেছেন সালাহ। ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০২১-২২ মৌসুমে তিনি এই কৃতিত্ব দেখিয়েছিলেন।  

চলমান মৌসুমের পরেই সালাহর সাথে লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। বিষয়টির কোন আপডেট আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ‘না’ বলেছেন সালাহ।

Side banner

খেলাধুলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!