২৯ ডিসেম্বর ২০২৪ : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ১২তম মহান বিজয় দিবস রাগবি সেভেনস প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল (২৮ ডিসেম্বর) পল্টন ময়দানে অনুষ্ঠিত সমাপনী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৫০-০ পয়েন্টে এস আর রাগবি ক্লাবকে পরাজিত করে রেকর্ড ১০ম বারের মত চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে।
নারী বিভাগে এস আর রাগবি ক্লাব ৪৪-০ পয়েন্টে সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজকে পরাজিত করে শিরোপা জয় করে।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা ইশতিয়াক আজিজ উলফাত।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে উভয় বিভাগের বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার প্রদান করেন বীর মুক্তিযোদ্বা মোজাম্মেল হক মুক্তা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফেডারেশনের কোষাধ্যক্ষ মো: মতিউর রহমান দুলাল, কার্যনির্বাহী সদস্য মো: সোরওয়ার রাকিব, পারভিন পুতুল, নুর ই আফরোজ, টুর্নামেন্ট কমিটির সভাপতি সাঈদ আহমেদ ও প্রতিযোগিতা সম্পাদক মো: সিরাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারন সম্পাদক মৌসুম আলী।
প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে চারটি করে দল অংশ নেয়।