ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.
চিটাগং কিংসের কোচিং প্যানেলে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট এবং বাংলাদেশের সাবেক স্পিনার এনামুল হক জুনিয়র। ২০১৩ সালে চট্টগ্রামের হয়ে বিপিএল খেলেছেন টেইট। এবার দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে টেইটকে।

চিটাগং কিংসের মেন্টর হিসেবে আফ্রিদি এখন ঢাকায়


| গণযোগ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:০০ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম চিটাগং কিংসের মেন্টর  হিসেবে আফ্রিদি এখন ঢাকায়

ঢাকা, ২৯ ডিসেম্বর : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১১তম আসরে চিটাগং কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য রোববার ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।  

দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে আফ্রিদিকে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস। 

বিপিএলের পরিচিত মুখ আফ্রিদি। প্রথম মৌসুমে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন তিনি। এরপর সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল মাতিয়েছেন আফ্রিদি।  

বিপিএলের মঞ্চে ৪৫ ম্যাচ খেলেছেন আর্ফ্রিদি। ৩৫ ইনিংসে ৫৩৯ রান ও ৫৭ উইকেট শিকার করেছেন আফ্রিদি। 

বিপিএলে কুমিল্লা, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপা জিতেছেন আফ্রিদি। সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে বিপিএলে খেলেছেন তিনি।

এরপর পেশাদার ক্রিকেটকে বিদায় জানান আফ্রিদি। তবে লিজেন্ডস লিগ এবং মাস্টার্স লিগে খেলা চালিয়ে যাচ্ছেন।

কিছুদিন আগেই চিটাগং কিংস ঘোষণা দিয়েছিলো, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে দলের দায়িত্ব পালন করবেন আফ্রিদি। 

চিটাগং কিংসের কোচিং প্যানেলে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট এবং বাংলাদেশের সাবেক স্পিনার এনামুল হক জুনিয়র। ২০১৩ সালে চট্টগ্রামের হয়ে বিপিএল খেলেছেন টেইট। এবার দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে টেইটকে। তার সহকারী হিসেবে থাকবেন এনামুল। 

Side banner

খেলাধুলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!