ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা


| ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১১:৫১ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

 

বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। বিসিবির এক সূত্র থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

 

এনামুল এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর মধ্যেই এনামুলের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞার খবর এল।

Side banner

খেলাধুলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!