ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

অলরাউন্ডার মার্কাস স্টয়নিস হঠাৎ অবসরে


| গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১০:৫৫ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম অলরাউন্ডার মার্কাস স্টয়নিস হঠাৎ অবসরে
মার্কাস স্টয়নিস -ছবি : সংগৃহীত

 

 

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

স্টয়নিস রেখেই গত ১৩ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু ৬ ফেব্রয়ারি সকালে সিএ জানায়, টি-টোয়েন্টিতে মনোযোগী হতে ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টয়নিস।

অবসর গিয়ে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা আমার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা এবং এই জার্সিতে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। শীর্ষ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই আমার হৃদয়ে  থাকবে।’

 

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। আমার মনে হয়েছে, ওয়ানডে থেকে সরে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোযোগী হওয়ার এটাই সঠিক সময়। রনের (অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের ডাকনাম) সাথে আমার সম্পর্ক দারুণ এবং তার সমর্থনকে সবসময় মূল্যায়ন করি।’

স্টয়নিসকে নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘এক দশক ধরে আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ স্টয়নিস। সে শুধুমাত্র একজন অমূল্য খেলোয়াড়ই নয়, ব্যক্তি হিসেবেও অসাধারণ। সে একজন জনপ্রিয় খেলোয়াড়, সহজাত নেতা এবং বড় মাপের মানুষ। ওয়ানডে ক্যারিয়ার এবং সব অর্জনের জন্য তিনি  অভিনন্দন পেতেই পারেন।’

 

২০১৫ সালে ওয়ানডেতে অভিষেকের পর ৭১ ম্যাচ খেলে ৬টি হাফ-সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরিতে ১৪৯৫ রান করেছেন তিনি। বল হাতে ৪৮ উইকেটও নিয়েছেন স্টয়নিস।

 

Side banner

খেলাধুলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!