ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

আফগানিস্তানের জয়কে অঘটন মনে করেন না শচীন


| গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৪:০৮ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আফগানিস্তানের জয়কে অঘটন মনে করেন না শচীন

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫:

 

বিশ্ব ক্রিকেটে বড়-বড় দলের বিপক্ষে আফগানিস্তানের জয়কে এখন আর অঘটন মনে করেন না ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। গতরাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ৮ রানের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় এমন কথা বলেন টেন্ডুলকার।

চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে প্রথমবারের মত এবারের আসরে খেলতে নামে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে আফগানরা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচটি  ভালো হয়নি তাদের।

তবে গ্রুপ পর্বে  নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে  চমক দেখায় আফগানিস্তান। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে রশিদ-নবিরা। তবে আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন টেন্ডুলকার। সেখানে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের দৃঢ়তা ও ধারাবাহিক উত্থান অনুপ্রেরণাদায়ক! তাদের জয়কে আর অঘটন বলতে পারবেন না। এখন এটিকে তারা অভ্যাসে পরিণত করেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে বড় অবদান রাখেন ওপেনার ইব্রাহিম জাদরান এবং পেসার আজমতুল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। বল হাতে ৫ উইকেট নেন ওমরজাই।

ইব্রাহিম ও ওমরজাইকে অভিনন্দন জানিয়ে টেন্ডুলকার লিখেছেন, ‘ইব্রাহিমের দুর্দান্ত সেঞ্চুরি এবং ওমরজাইয়ের অসাধারণ ৫ উইকেট আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’

আজ শুরু হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এ ম্যাচ  জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে আফগানরা।

Side banner

খেলাধুলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!