বিচ্ছেদের পর নিঃসঙ্গ নারী!
‘নারী’ এক অপার সৃষ্টি ও সৌন্দর্যের অদ্ভুত সমন্বয়। যে ধরায় নারী জন্ম দিল পুরুষের মাধ্যমে নব প্রজন্ম সেই ধরা আজ চমকিত হলো মানব জন্মের নিগূঢ় সত্তায়।জন্ম,মৃত্যু আর বিবাহ ব্যতিক্রমও এই মানব জন্ম যেন বৃথা।হাজার বছরের এই ইতিহাস আমাদের নারীর প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে বারংবার। নারীর হাতেই এক সময় ছিল পরিবারের চাবি, তা