ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.
নারীদের জন্য

রাজধানীতে ৬-৮ মার্চ আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে ‘ওয়েব’


গণযোগ প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১২:৩২ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম রাজধানীতে ৬-৮ মার্চ আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে ‘ওয়েব’
উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)

 

০৪ মার্চ ২০২৫:

নারীদের জন্য ৩ দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে ৬ থেকে ৮ মার্চে অনুষ্ঠিত মেলায় সারাদেশের ১৫০ শতাধিক উদ্যোক্তা ও কয়েকজন বিদেশি উদ্যোক্তা অংশ নিবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলায় সর্বসাধারণের জন্য খোলা থাকবে। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গহনা ও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত হবে। পাশাপাশি ৩০০ শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

 

এ উপলক্ষে সোমবার (৩মার্চ) সকালে রাজধানীর সোনারগাও সড়কে ওয়েব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু।

তিনি বলেন, এবারের মেলার বিশেষ আকর্ষণ হলো জুলাই কর্নার, যা জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে তৈরি করা হয়েছে। এই কর্নারের মাধ্যমে সেইসব নারীদের সাহসিকতা ও অবদানকে তুলে ধরা হবে।

ওয়েব সভাপতি বলেন, এই মেলা নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্যই নয় বরং সমাজে নারীদের অবদানকে আরও গতিশীল করবে।

এছাড়া মেলা চলাকালে নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্কুলের তিনশত শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়েব এই মেলার মাধ্যমে তার সিলভার জুবলি উদযাপন করতে যাচ্ছে। গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজার হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে।

 

Side banner
Side banner
Link copied!