ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

আগামী ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ঢাকা দক্ষিন সিটির সংবাদ সম্মেলন


| গণযোগ ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০২:৩৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আগামী ১৫ মার্চ  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ঢাকা দক্ষিন সিটির সংবাদ সম্মেলন
কেন্দ্রীয় এ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টেশন সভা নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়

 

ঢাকা,১১ মার্চ,২০২৫:

আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় এ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টেশন সভা নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে গত সোমবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন (অ.দা.) এঁর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় বলা হয়,

১৫ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ১,১০,০০০ জন শিশুকে ১ টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৫,৬০,০০০ জন শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া আরো জানানো হয়,
    
১৫ মার্চ ২০২৫ কর্মসূচির দিনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা ঘটিকা পর্যন্ত ১,৮২৭ টি কেন্দ্রের মাধ্যমে ৩,৬৫৪ স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচী পালন করা হবে।

 

উল্লেখ্য সভায় বক্তারা বলেন,  বাংলাদেশ সরকারের সরবরাহকৃত এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র অনুমোদিত ল্যাবরেটরীতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। জনগণ যাতে গুজবে কান না দেয় এবং নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসেন, এবিষয়ে উৎসাহিত করার জন্য এবিষয়ে গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করা হয়।

 

সভায় আরো উপস্থিত ছিলেন লাইন ডাইরেক্টর, জাতীয় পুষ্টি সেবা (এনএনএস), মহাখালী, ঢাকা-১২১২, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারী ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউপিএইচসিএসডিপি, আবু মিয়া ডেভেলপমেন্ট সোসাইটি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা, ব্লিস বাংলাদেশ ও এনএইচএসডিপি’র প্রতিনিধি, ইউনিসেফ এর প্রতিনিধি, এসআইএমওগণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Side banner
Side banner
Link copied!